হোম | ধর্ম ও জীবন
  • বিস্তারিত খবর

নবীজির প্রিয় যে ১০ খাবার আপনার ডায়েটের সহযোগী

লোকালয় নিউজ ডেস্ক / ২৩-০৯-২০২৫
নবীজির প্রিয় যে ১০ খাবার আপনার ডায়েটের সহযোগী

বর্তমানে আমরা সবাই কর্মব্যস্ত সময় কাটাই। একটুও যেন ফুরসত নেই কারো। ব্যস্ত জীবনে কমবেশি সবাই স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার চেষ্টা করি। 

সুষম ও স্বাস্থ্যকম খাবারের ক্ষেত্রে আমাদের  আদর্শ হতে পারেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তার খাদ্যাভ্যাস ছিল পরিমিত, পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ। 

সুন্নাহ থেকে জানা যায়, তার দৈনন্দিন জীবনের খাবার তালিকায় যেসব ছিল, তা শুধু স্বাস্থ্যকরই নয়, আধ্যাত্মিক গুরুত্বও বহন করে।

নিচে নবী করিম (সা.)-এর প্রিয় ১০টি খাবার তুলে ধরা হলো—


১. খেজুর

খেজুরে রয়েছে ফাইবার, ভিটামিন বি-৬, লৌহ, ক্যালসিয়াম, পটাশিয়ামসহ নানা খনিজ। প্রতিদিন সাতটি ‘আজওয়া’ খেজুর খেলে বিষ ও যাদু থেকে সুরক্ষা পাওয়া যায়— হাদিসে খেজুরের এমন উপকারের কথা বর্ণিত হয়েছে। (বুখারি, হাদিস : ৫৪৪৫)।


২. ডুমুর

কোরআনে ‘ডুমুর ও জলপাইয়ের শপথ’-এর কথা উল্লেখ করা হয়েছে। (সুরা আত-তীন, আয়াত :১)। 

ডুমুর ফল পাকস্থলির সমস্যা, বাত, গাউটের মতো রোগে উপকারী এবং হাড়কে মজবুত করে।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked