পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, দুই পুলিশ আহত
লোকালয় নিউজ ডেস্ক / ০৯-১০-২০২৫
জামালপুরের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ মনিরুজ্জামান মনু:-বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআই সহ ২জন আহত হয়েছে।
পুলিশের ওপর হামলার ঘটনায় ২জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে পৌর শহরের সওদাগর
পাড়া এলাকায়
বকশীগঞ্জ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর শহরের সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।
পুলিশ লিটন মিয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এসময় হামলায় এসআই রাসেল, আহাম্মেদ, কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন।
তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশের ওপর হামলা ও মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পরে অভিযান চালিয়ে ওই এলাকার ২ জনকে আটক করা হয়েছে।
এবং আসামি লিটন মিয়া হাতে হেনকাপ পরা অবস্থায় পালিয়ে যায় এখনো ধরা ছোঁয়ার বাহির।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধাদানকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.