নারায়ণগঞ্জের জেলা পরিষদের সামনে মৌমিতা বাসের ধাক্কায় ১ জনের মৃত্যু ও ২ জন আহত। নিহতের নাম মোজাম্মেল হক (৫৫)। স্থানীয়রা বাস আটকে বাসের হেলপার ও চালককে মারধর করে এবং পরবর্তীতে পুলিশ তাদের হাসপাতালে স্থানান্তর করে।প্রত্যক্ষদর্শীদের মতে, চাষাঢ়াগামী একটি অটোরিকশা জেলা পরিষদ কার্যালয়ের কাছাকাছি আসলে পেছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মৌমিতা বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশার ভেতরে থাকা দুইজন যাত্রী বাহিরে পরে যায় এবং তৎক্ষনাৎ একজনের মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বাসটি ধাক্কা দেওয়ার সাথে সাথে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়দের হাতে আটক ও গণধোলাইয়ের শিকার হয় বাসটির চালক ও হেলপার।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মৌমিতা পরিবহনের দুটি বাস ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করে। বিকেল চারটার দিকেও এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।
পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে দুইজনকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় দুইজন আহত ও একজন নিহত হয়, এবং আরও দুইজন গণধোলাইয়ের শিকার হয়ে পুলিশের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন খানপুর হাসপাতালের জরুরি বিভাগের ইএমও ডাক্তার শাহাদাত হোসেন।
ঘটনাটি সম্পর্কে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন একটি মৌমিতা বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে প্রায় ভেঙ্গে ফেলেছে। পুলিশ স্থানীয়দের থেকে জানতে পারে দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং গনধোলাইয়ের শিকার বাসের চালক ও হেলপারকে তারা হাসপাতালে নিয়ে এসেছেন।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.