বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার চৌদ্দ মাস পর হত্যাচেষ্টার অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫৯ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে।
গত বছরের ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত মো. জিদান হোসেন (২২) বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদন আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সোমবার রাতে থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে জানিয়েছে পুলিশ ।
মামলায় শামীম ওসমানের পাশাপাশি আসামি করা হয়েছে—নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান, আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীদের।
মামলার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, “আদালতের নির্দেশে হত্যাচেষ্টার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি ৫৯ জন, পাশাপাশি অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। বাদী আহত মো. জিদান হোসেন।”
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনায় নতুন মামলাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় এখন পর্যন্ত মোট ১০২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলার অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি পিবিআই ইতোমধ্যে দুটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে এবং সিআইডি ৫টি মামলার তদন্ত গুরুত্বসহকারে চালিয়ে যাচ্ছে।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.