হোম | রাজনীতি
  • বিস্তারিত খবর

দেশের মানুষের প্রত্যাশা বিএনপির প্রতি অনেক বৃদ্ধি পেয়েছে: গিয়াসউদ্দিন

লোকালয় নিউজ ডেস্ক / ২৩-০৯-২০২৫
দেশের মানুষের প্রত্যাশা বিএনপির প্রতি অনেক বৃদ্ধি পেয়েছে: গিয়াসউদ্দিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রামের বিজয়ী দল হিসেবে দেশের মানুষের প্রত্যাশা বিএনপির প্রতি অনেক বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁওয়ের কাচঁপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ থানায় আমরা যারা বিএনপি করি এবং বিএনপির সমর্থক তারা পারস্পরিক সম্পর্ক তৈরী করে নতুন পরিকল্পনা নিয়ে দলীয় এবং নির্বাচনের জন্য কাজ করা প্রয়োজন হয়ে পরেছে, কারন আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীর জন্য বিশেষকরে বিএনপির জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন।

দীর্ঘ ১৭ বৎসর স্বৈরাচার বিরুধী আন্দোলন করে আমরা ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার পতন গঠিয়ে এক ঐতিহাসিক বিজয় সূচিত করেছি।

তিনি আরো বলেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ভোট প্রয়োগ করতে পারে নাই। দেশবাসী অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আগামী নির্বাচনে ভোট প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচন করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে।

২০২৪ এর পরাজিত ও পালাতক স্বৈরাচার এবং কোন কোন রাষ্ট্র ও স্বার্থান্বেষী গোষ্টি নির্বাচন ব্যহত করার জন্য গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।

আসুন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিএনপি দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ থানার জনগণ বন্ধত্বের এবং ভ্রাতৃত্বের সেতু বন্ধন তৈরী করে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানা যুবদলের আহŸায়ক শহিদুর রহমান স্বপন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ-আলম মুকুল, সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দিন, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম-আহŸায়ক আশরাফ প্রধান, কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম মোল্লা, সোনারগাঁও থানা ছাত্রদলের যুগ্ম-আহŸায়ক রবিউল প্রধান, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহŸায়ক তরিকুল ইসলাম মাসুদ, ইউসুফ রশীদ, রাসেদ, সাব্বির, রায়হান, ইমন, জাহাঙ্গীর, বাধন, মেহেদী ও মাহফুজসহ আরো অনেকে।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked